RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৭ ১৪২৭ ||  ০৫ রবিউল আউয়াল ১৪৪২

তথ্য সচিবের বাবার মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তথ্য সচিবের বাবার মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

তথ্য সচিব কামরুন নাহারের বাবা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ ইউনুস।

তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তথ্য সচিবের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ঢাকা/আসাদ/হাসিবুল/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়