ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মালদ্বীপ থেকে ফিরছেন শতাধিক বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মালদ্বীপ থেকে ফিরছেন শতাধিক বাংলাদেশি

মহামারি করোনাভাইরাসের কারণে মালদ্বীপে আটকেপড়া শতাধিক বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে নিয়মিত বিমান চলাচল বন্ধ থাকায় মালদ্বীপ থেকে অনেক বাংলাদেশি দেশে আসতে পারেনি। এদের মধ্যে দেশটিতে কাজ করা কিছু শ্রমিক ও বাংলাদেশি পর্যটক রয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে এসব বাংলাদেশিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় ফিরবে।

এদিকে বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, মালদ্বীপে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে, গত ১৭ মে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশটিতে আটকে পড়া ৭৭ জন এবং ৪ জুন মালদ্বীভিয়ান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ২০০ জন বাংলাদেশি দেশে ফিরেন।

প্রাথমিকভাবে দেশে ফেরার জন্য নির্বাচিত বাংলাদেশিদের তালিকা নিয়মিত প্রকাশ করে আসছে হাইকমিশন। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারকে জানান, তারা দেড় হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবেন।

এদিকে, বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে যারা মালে ও হুলহুমালের বাইরে বিভিন্ন আইল্যান্ডে আছেন, তাদের আপাতত দেশে না ফেরার অনুরোধ করেছে বাংলাদেশ হাইকমিশন।

 

ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়