ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা সার্টিফিকেট না আনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৭৩ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা সার্টিফিকেট না আনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৭৩ প্রবাসী

করোনার সার্টিফিকেট না আনায় কুয়েত থেকে দেশে ফেরা ৭৩ প্রবাসী বাংলাদেশিকে আশকোনার হজ্জক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডা. শাহরিয়ার সাজ্জাদ।

বিমানবন্দরের হেলথ ডেস্ক জানায়, মঙ্গলবার (১৬ জুন) দিনগত মধ্যরাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কুয়েত থেকে ৮৯ জন যাত্রী দেশে ফেরেন।  তাদের মধ্যে ১৬ জন হেলথ সার্টিফিকেট ও কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে আনেন।  বাকি ৭৩ জনের হেলথ সার্টিফিকেট না থাকায় তাদের বুধবার ভোরে হজ্জক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।  আর সার্টিফিকেট আনা ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।

সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অন্যতম শর্ত হিসাবে করোনা নেগেটিভ সনদ আনতে বলেছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ