ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইতালি গেলো দেশে আটকেপড়া ২৬৯ প্রবাসী বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইতালি গেলো দেশে আটকেপড়া ২৬৯ প্রবাসী বাংলাদেশি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৬৯ জনকে নিয়ে ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ এ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা শুরু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতালির স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫মিনিটে বিমানের ফ্লাইটটি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে অবতরণ করবে। 

সূত্র জানিয়েছে, ফ্লাইটের যাত্রীরা ইতালির রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। করোনার আগে দেশে এসে আটকা পড়েন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালি ফেরার আবেদন করে। মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।



ঢাকা/নূর/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়