ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেবে মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেবে মানবাধিকার কমিশন

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্যাতিত গৃহকর্মী খাদিজার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে জাতীয় মানবাধিকার কমিশন।

বুধবার (২৪ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গৃহকর্মী খাদিজা নির্যাতন ঘটনায় মহামান্য হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশন অবহিত হয়েছে।  উল্লেখ্য ঘটনাটি গত ২০১৩ সালের ৮ ডিসেম্বরের।  কিন্তু বর্তমান কমিশন ২০১৯ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গঠনের পর কার্যক্রম শুরু করে।  এর মধ্যে গত বছরের ১১ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে গৃহকর্মী খাদিজা নির্যাতনের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের বিষয়টি বর্তমান কমিশন অবহিত হয়। কমিশন পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করে গত বছর ১২ ডিসেম্বর মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন করে।’

তিনি আরও জানান, ‘আজ বিভিন্ন গণমাধ্যমে কমিশন জানতে পারে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।  মহামান্য আদালতের রায়ের কপি জাতীয় মানবাধিকার কমিশনে প্রাপ্তির পর রায়ের পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।’

বুধবার মিরপুরের গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ও সংস্থাটিকে কয়েকটি নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।


ঢাকা/মেহেদী/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়