RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৮ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৩ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় আক্রান্ত ৮০ ভাগ রোগীর উপসর্গ মৃদু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত ৮০ ভাগ রোগীর উপসর্গ মৃদু

করোনাভাইরাসে আক্রান্ত ৮০ ভাগ রোগীরই উপসর্গ মৃদু থাকে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, নিজের সুরক্ষা নিজের হাতে। কাজেই আপনারা নিজেরা নিজেদের সুরক্ষিত রাখবেন। মানসিক মনোবল এবং মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখবেন। যারা আক্রান্ত হয়েছেন মনোবল হারাবেন না। কারণ ৮০ ভাগ আক্রান্ত ব্যক্তির উপসর্গ মৃদু থাকে। ৫ ভাগ রোগীর উপসর্গ অতীব থাকে এবং ৩ বা তার কিছু বেশি ব্যক্তির উপসর্গ জটিল হয়। কাজেই সবাই মনোবল দৃঢ় রাখবেন। এটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। ফুসফুস ভালো রাখতে নিয়মিত ব্যায়াম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন নাসিমা সুলতানা।
 
এদিকে দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৬৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।ঢাকা/মামুন/সাওন/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়