ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

করোনা গেলেই ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি: আইনমন্ত্রী

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা গেলেই ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

করোনা মহামারি কেটে গেলেই ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নতুন ‘২০২০-২১) অর্থবছরের বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর  আলোচনা সময় আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য জানান।

এর আগে, জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক (চুন্নু) ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনার সময় ষোড়শ সংশোধনীর সর্বশেষ অবস্থা জানতে চান। আইনমন্ত্রীর উদ্দেশে চুন্নু বলেন, ‘সংসদে সংবিধান সংশোধনী করেছিলাম। সেই সংশোধনীটা বাতিল করা হয়েছিল। তারপর আমরা তা আপিল করেছিলাম কি না? আপিল করলে তার কী অবস্থা? আমরা জানি না। আইনমন্ত্রীকে বলবো, এই বিষয়ে ব্যবস্থা নিন। আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে। আপনার যোগ্যতার প্রতি আমাদের আস্থা আছে।’

জবাবে আইনমন্ত্রী  বলেন, ‘ষোড়শ সংশোধনীর বিষয়ে রিভিউ পিটিশন হিসেবে আপিল বিভাগে আছে। যখনই করোনা যাবে, তখনই শুনানি শুরু করবো।’

উল্লেখ্য: বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 

 

আসাদ/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়