ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বাস্থ্যমন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্বাস্থ্যমন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে অন‌্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে সংসদ নেতা শেখ হাসিনার কাছে প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব করেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস‌্য পীর ফজলুর রহমান।

তিনি বলেন, ‘আমার সাথে স্বাস্থ্যমন্ত্রীর ভালো পরিচয় নেই। একজন সংসদ সদস্য হিসেবে যেটুকু সম্পর্ক থাকার কথা তা আছে। তিনি অত্যন্ত ভদ্র মানুষ। কিন্তু দুঃখের বিষয় হলো—দেশের স্বাস্থ্য খাত দুরবস্থার মধ্যে পড়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনার কার্টুনের টিয়া পাখি দিয়ে চলছে। আমার নির্বাচনী এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঘুরি। সেসব এলাকার মানুষ আমাকে বলেছেন, আপনি তো সংসদে কথা বলতে পারেন। আপনি প্রধানমন্ত্রীকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে দিতে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে দেওয়ার কথা বলেন। আমি মানুষের মনের কথাটি আজ মাননীয় স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালাম।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন।

 

ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়