ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রায় ৫০ বছরেও বিচার ব্যবস্থা স্বাধীন হয়নি’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘প্রায় ৫০ বছরেও বিচার ব্যবস্থা স্বাধীন হয়নি’

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘স্বাধীনতার পর প্রায় ৫০ বছর পার হতে চলেছে। কিন্তু এখনো আমাদের দেশে বিচার ব্যবস্থা স্বাধীন হয়নি।’

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে আইন মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

হারুনুর রশিদ বলেছেন, ‘সরকারের সদিচ্ছা থাকতে হবে—আমি বিচার বিভাগকে স্বাধীন করব কি না। বিচার বিভাগ স্বাধীন নয়। বিচার বিভাগ এখনো নির্বাহী বিভাগের অধীন।

বিচার বিভাগ, উচ্চ আদালতে বিভিন্ন নির্দেশে বিচারকার্য পরিচালিত হচ্ছে। এটি আমাদের সত্যিকার অর্থে ন্যায় ও সঠিক বিচারের অন্তরায়। স্বাধীনতার পর প্রায় ৫০ বছর পার হয়েছে। কিন্তু এখনো আমাদেরদেশে বিচার বিভাগকে স্বাধীন করতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘আজকে মিথ্যা মামলায় হাজার হাজার নেতাকর্মী রাস্তায় ঘুরছে। এ অবস্থা থেকে আমাদের মুক্তির একমাত্র উপায় বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে।’

আইনমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি দলের বিপক্ষে যখন রায় দেওয়া হচ্ছিল, এ সময়ে অনেক অধঃস্তন বিচারককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তিন ঘণ্টার মধ্যে, ছয় ঘণ্টার মধ্যে। সেই নজিরবিহীন ঘটনা ঘটেছে। সেটা পত্র-পত্রিকায় ঢালাওভাবে এসেছে। আমি মনে করি, বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে আমাদের স্বাধীনতার পূর্বে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে আমরা পূরণ করার জন্য আইন প্রণয়ন করব। সে হিসেবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

 

ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়