ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুড়িগঙ্গা সেতুর ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত চলছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বুড়িগঙ্গা সেতুর ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত চলছে

বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত কাজ চলছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের বিষয়টি জনান।

তিনি জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আশা করছে আজ রাতেই সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে।

এর আগে সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় ছোট আকারের লঞ্চ মর্নিং বার্ড।  লঞ্চটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে যাচ্ছিলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ।  সে সময় উদ্ধারকারী জাহাজটি বুড়িগঙ্গা সেতু-১ এর গার্ডারে ধাক্কা লাগলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়।  এরপর থেকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়।


ঢাকা/হাসিবুল/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়