ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মর্নিং বার্ড উদ্ধার অভিযান সমাপ্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মর্নিং বার্ড উদ্ধার অভিযান সমাপ্ত

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে টেনে তীরের কাছে নেওয়া হয়েছে। এর পর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলের আগেই লঞ্চটি তীরের কাছে নেওয়া হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম রাইজিংবিডিকে বলেন, ‘মূলত মঙ্গলবার বিকেল ৩টার পর উদ্ধার অভিযান শেষ হয়। এ সময় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, র‌্যাব ও নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন তদন্ত করে আমরা লঞ্চডুবির প্রকৃত কারণ বের করব।’

সোমবার সকালে দুর্ঘটনার পর দুপুর থেকে লঞ্চটি উদ্ধারে চেষ্টা শুরু করে বিভিন্ন সংস্থা। উদ্ধারকারী জাহাজ ‘প্রত‌্যয়’ দুর্ঘটনাস্থলে আসতে না পারায় বিশেষ ব‌্যবস্থায় লঞ্চটি পানির নিচ থেকে তোলার ব‌্যবস্থা করা হয়। এ পদ্ধতিতে লঞ্চের নিচে বিশেষভাবে তৈরি বেলুন সেট করা হয়। পরে তাতে বাতাস দিয়ে ফুলিয়ে তার সাহায‌্যে লঞ্চটি পানির গভীর থেকে তোলা হয়।

সোমবার সকাল ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার এলাকায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

 

ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়