ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘পাটকলের আধুনিকায়ন হলে উৎপাদন বাড়বে তিন গুণ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘পাটকলের আধুনিকায়ন হলে উৎপাদন বাড়বে তিন গুণ’

‘পাটকল বন্ধ নয়, বরং ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক করা হলে শ্রমিক ছাঁটাই করতে হতো না, উৎপাদনও বাড়ত তিন গুণ।’

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে রাষ্ট্রীয় পাটকল বন্ধ এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন শ্রমিক কর্মচারী
ঐক্য পরিষদের (স্কপ) নেতারা।

স্কপ নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুর আহসান, জাতীয় শ্রমিক জোটের কার্যকারী সভাপতি আব্দুল ওয়াহেদ, ট্রেড ইউনিয়ন সংঘের সাবেক সভাপতি খলিলুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ।

নেতারা বলেন, ‘রাষ্ট্রীয় পাটকল লুটপাটকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। যাদের ভুল নীতি ও দুর্নীতির কারণে পাটকলগুলো লোকসান করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

 

ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়