ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইতালি গেলো আরও ২৭৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইতালি গেলো আরও ২৭৬ বাংলাদেশি

করোনার আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৭৬ বাংলাদেশি নাগরিককে নিয়ে ইতালির রোমের উদ্দেশে রওয়ানা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে উড্ডয়ন করে।

বিমানের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, ইতালিতে রেসিডেন্ট পারমিটধারী বাংলাদেশি নাগরিকরা বিশেষ ফ্লাইটে  সে দেশে যেতে পারছেন।  এ নিয়ে ১ হাজার ৩৭২ জনকে ইতালি নিয়ে গেল বাংলাদেশ বিমান।

ফ্লাইটে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ক্ষেত্রে সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে বলে বিমান থেকে জানানো হয়েছে।


ঢাকা/নূর/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়