ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় আক্রান্ত হায়দার আকবর খানের পাশে ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত হায়দার আকবর খানের পাশে ডা. জাফরুল্লাহ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা হায়দার আকবর খান রনোকে দেখতে গিয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (২ জুলাই)  জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম এ কথা জানান।

তিনি বলেন, ঢামেকের নতুন বিল্ডিং আইসিও কার্ডিওলজি কেবিনে হায়দার আকবর খানকে দেখতে যান জাফরুল্লাহ চৌধুরী।  এ সময় তিনি ৩০ মিনিট তার শয্যা পাশে দাঁড়িয়ে চিকিৎসার খোঁজখবর নেন। উন্নত চিকিৎসার জন্য তিনি (জাফরুল্লাহ চৌধুরী)  যেকোনও আর্থিক সহযোগিতা করতে প্রস্তুত।  হায়দার আকবর খানের দ্রুত সুস্থতা কামনা করে তাকে বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের মুক্তির আন্দোলনে তাকে বেঁচে থাকতে হবে।

জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নজীব মোহাম্মদ, রেডিওলজি প্রধান অধ্যাপক ডা. মতিন খান, অধ্যাপক ডা. শওকত আরমান।

প্রসঙ্গত, হায়দার আকবর খান করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন আছেন।


সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়