ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা অভি মীর হত্যার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশের আভিযানিক দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলুমরিং থানার উপ-পরিদর্শক (এস আই) অর্ণব বড়ুয়া।

গ্রেপ্তার আসামিরা হলেন—  মো. ইরফান প্রকাশ বাবু (২৩), মো. শাহরিয়ার ফারদিন প্রকাশ তুহিন (১৯), মো. ইয়াছিন আরাফাত প্রকাশ টিটু (৩০) ও মো. ইব্রাহিম মুন্না (২৬)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

এস আই অর্ণব বড়ুয়া জানান, গ্রেপ্তাররা নগরীতে মাদক বিক্রয়সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত ১৫ জুন মাদক বিক্রিতে বাধা দেয়ায় স্থানীয় ছাত্রদল কর্মী অভি মীরকে ছুরিকাঘাত করেন আসামিরা। গুরুতর আহত হবার পর খানিকটা সুস্থ হয়ে অভি মীর নিজেই আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। কিন্তু মামলা দায়েরের এক সপ্তাহ পর আহত অভি মীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গ্রেপ্তারদের মধ্যে একজন এজাহারভূক্ত আসামি এবং অপর একজনের হত্যাকাণ্ডে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়