ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাসপাতালে রোগীদের দ্রুত সেবা দেওয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাসপাতালে রোগীদের দ্রুত সেবা দেওয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

করোনার ক্রান্তিলগ্নে দেশের হাসপাতালগুলোতে কোভিড এবং নন-কোভিড রোগীদের দ্রুত সেবা দেওয়া নিয়ে বৈঠক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (০৫ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী নিজ দপ্তরে এ বৈঠক করেন।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মুজিবুর রহমান, যুগ্মসচিব শাহিনা খাতুন উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের হাসপাতালগুলোতে কোভিড এবং নন-কোভিড রোগীদের সেবা দেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সবার বক্তব্য শোনেন মন্ত্রী। পরে কিছু জরুরি দিক নির্দেশনা দেন।


ঢাকা/আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়