ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল

তারেক মো. আরিফুল ইসলাম

ফরেন ক্যাডারের কর্মকর্তা তারেক মো. আরিফুল ইসলামকে শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।  তিনি বর্তমানে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।

রোববার (০৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছিলেন রিয়াজ হামিদুল্লাহ।  তারেক মো. আরিফুল ইসলাম তার স্থলাভিষিক্ত হবেন।

তারেক মো. আরিফুল ইসলাম বিসিএস ফরেন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।  তিনি এর আগে বাংলাদেশের কলকাতা মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।  এরপর ডিপ্লোমেসি অ্যান্ড ট্রেড বিষয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়