ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ফের নৌকাডুবি, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ফের নৌকাডুবি, নিখোঁজ ১

ফাইল ফটো

রাজধানীর সদরঘাট নৌবন্দরে লঞ্চের ধাক্কায় ফের নৌকাডুবির ঘটনা ঘটেছে।  এ ঘটনায় এক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস থেকে জানা যায়, রোববার (০৫ জুলাই) বেলা ১২টার দিকে মিরাজ-৬ নামের লঞ্চের ধাক্কায় ছয় আরোহী নিয়ে বুড়িগঙ্গায় যাত্রী পারাপার করা একটি ছোট নৌকা ডুবে যায়।  এতে নৌকার ৫ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজনকে পাওয়া যায়নি।  দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসে খবর এলে তাৎক্ষণিক সেখানে ৩ জন ডুবুরি পাঠানো হয়।  সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান জানান,  নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ডুবুরিরা কাজ করছেন।

এর আগে গত ২৯ জুন বুড়িগঙ্গায় ‘ময়ূর-২’ নামে লঞ্চের ধাক্কায়  ‘মর্নিং বার্ড’ নামের একটি লঞ্চ ডুবে ৩৬ জনের মৃত্যু হয়।  ওই ঘটনার সপ্তাহ না পেরুতেই ফের একই ঘটনা ঘটলো।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়