ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কারাগারে করোনা প্রতিরোধ বিষয়ে অনলাইন প্রশিক্ষণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কারাগারে করোনা প্রতিরোধ বিষয়ে অনলাইন প্রশিক্ষণ

প্রতীকী ছবি

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলার অংশ হিসাবে কারা অভ্যন্তরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ কর্মীদের দৈহিক ও মানসিক চাপ ব্যবস্থাপনা এবং এর প্রতিরোধে প্রস্তুতি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রথম দফায় চার দিনব্যাপী একটি অনলাইন প্রশিক্ষণ দেয় ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর।  প্রশিক্ষণটি শুরু হয় গত ১ জুলাই।  যা রোববার (০৫ জুলাই) শেষ হয়।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, নারায়ণগঞ্জ জেলা কারাগার, কিশোরগঞ্জ জেলা কারাগার ও গাজীপুর জেলা কারাগারের মোট ২০ জন বিভিন্ন পর্যায়ের কর্মী অংশ নেন।

সংস্থাটির মিডিয়া ম্যানেজার মোহাম্মদ রুবায়েত জানিয়েছেন, স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহছানিয়া মিশনের তত্ত্বাবধানে দেশের ৬৮টি কারাগারে পর্যায়ক্রমে প্রশিক্ষণটি পরিচালিত হবে।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়