RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

জুলাইয়ে হচ্ছে না ডিসি সম্মেলন

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জুলাইয়ে হচ্ছে না ডিসি সম্মেলন

করোনা পরিস্থিতির কারণে এবার জুলাইয়ে হচ্ছে না জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসি সম্মেলনের আয়োজন করা হবে।

জানা যায়, ডিসিদের বার্ষিক সম্মেলন জাতীয় পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ পর্ব। প্রতি বছরের জুলাইয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অনুযায়ী এ সময় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সম্মেলনের আগে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ।  এই প্রথমবারের মতো এ সম্মেলন জুলাইয়ে অনুষ্ঠিত হচ্ছে না।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) আব্দুল গাফফার খান বলেন, করোনা মোকাবিলায় জেলা প্রশাসকরা মাঠে কাজ করছেন।  করোনাভাইরাসের কারণে এখন ডিসি সম্মেলন হচ্ছে না।  পরিস্থিতির কারণে পরে হবে, আগে পরিস্থিতির উন্নতি হলে উদ্যোগ নেওয়া হবে।

এর আগের বছরগুলোতে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  গত বছর সম্মেলন হয় পাঁচ দিনব্যাপী।  ২০১৮ সালে হয়েছিল চার দিনব্যাপী সম্মেলন।


আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়