ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস

করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যাললেয় পাঠানো হবে। সেখানে অনুমোদনের পর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৭ জুলাই)স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা  মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো প্রস্তাবে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে। সারা দেশে এ রোগের চিকিৎসা দিতে পারে এমন বেসরকারি মেডিক‌্যাল কলেজ হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিকের ম্যাপিং করা হচ্ছে। এসব হাসপাতালে স্বাভাবিকভাবে আরো ২ হাজার চিকিৎসকের প্রয়োজন।

 

ঢাকা/আসাদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়