ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিজেন্ট হাসপাতালের মালিককে দ্রুত গ্রেপ্তারের দাবি হারুনের

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রিজেন্ট হাসপাতালের মালিককে দ্রুত গ্রেপ্তারের দাবি হারুনের

টেস্ট না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অপরাধে রিজেন্ট হাসপাতালের মালিককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সাতদিন বিরতির পর অধিবেশন শুরু হয়।

হারুন বলেন, টেস্ট না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে সিলগালা করা হয়েছে রিজেন্ট হাসপাতাল। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা কিছুই জানে না।  ঢাকার উত্তরায় রিজেন্ট হাসপাতালের মতো অনেক হাসপাতাল করোনার ভুয়া রিপোর্ট দিচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্য দেশের নাগরিক কখনও এ দেশের সংসদ সদস্য হতে পারেন না। সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে কুয়েত সরকার সে দেশের নাগরিক হিসেবে সেখানে গ্রেপ্তার করেছে। তার সংসদের পদ দ্রুত বাতিল করতে হবে।

 

ঢাকা/আসাদ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়