ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুদকের সুপারিশে কালো তালিকায় ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠান

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুদকের সুপারিশে কালো তালিকায় ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশের ভিত্তিতে ক্রয় কার্যক্রমে অস্বচ্ছতা, দুর্নীতি, প্রতারণা ও চক্রান্ত প্রতিরোধে ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ জুলাই) অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনাল, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি, ইউনিভার্সেল ট্রেড কর্পোরেশন, এ এস এল কোম্পানি এবং ব্লেয়ার এভিয়েশন, রহমান ট্রেড ইন্টারন্যাশনাল অ্যান্ড রুপা ফ্যাশন, মেসার্স অনিক ট্রেডার্স, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ, মেসার্স ম্যানিলা মেডিসিন অ্যান্ড এসকে ট্রেডার্স, এমএইচ ফার্মা, মেসার্স অভি ড্রাগস, মেসার্স আলবিরা ফার্মেসি, এস এম ট্রেডার্স ও রহমান ট্রেড ইন্টারন্যাশনাল। 

উল্লেখিত ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে কোনো দাপ্তরিক ক্রয় সংক্রান্ত কাজে সম্পৃক্ত না হওয়ার জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়।  

 

ঢাকা/আসাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়