ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নারী পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নারী পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) অরগানাইজড টিম ।

রোববার (১২  জুলাই) দুপুরে মালিবাগের সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ৩ জন হলেন- মোহাম্মদ আজম খান, আল-আমিন হোসেন ও আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, রোববার ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা মূলত গ্রামের অসহায় সুন্দরী তরুণীদের বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে পাচার করে। এর মধ্যে মোহাম্মদ আজম খান গডফাদার। তিনজনকেই রিমান্ডে নিয়ে চক্রের বাকিদের গ্রেপ্তার করা হবে।

সিআইডি পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই নিজস্ব লোক দিয়ে গ্রামের অসহায় সুন্দরী তরুণীদের টার্গেট করে। এরপর তার অভিভাবকদের সঙ্গে চাকরির প্রলোভন দেখায়। নামমাত্র অর্থ নিয়ে তারা তরুণীদের প্রথমে ঢাকায় নিয়ে আসে। এরপর কোনো হোটেলে রাতযাপনের পর দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ডান্স ক্লাব ও বারে পাচার করে।  ওইসব তরুণীরা দিনের পর দিন নির্যাতনের শিকার হলেও স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না।

সম্প্রতি এমন কয়েকটি অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা/মাকসুদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়