ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে চিকিৎসকের প্রাইভেট চেম্বার পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে চিকিৎসকের প্রাইভেট চেম্বার পুনরায় চালুর দাবি

চট্টগ্রামে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসকদের প্রাইভেট চেম্বারগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীসহ অন্যরা এ দাবি জানান।

বিবৃতিতে এস এম নাজের হোসাইন বলেন, ‘করোনা মহামারি বাংলাদেশে শুরু হবার সময় থেকে নিরাপত্তার অজুহাতে চিকিৎসকরা বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা যেরকম বন্ধ রেখেছিলেন, তেমনই তাদের প্রাইভেট চেম্বারগুলোও বন্ধ রেখেছিলেন। যদিও অনেকেই টেলিমেডিসিন সেবা চালু রাখার কথা বলছেন। সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা বেসরকারি ক্লিনিকে যান। আবার গলাকাটা ফি ও নানা ধরনের চার্জ আদায়ের কারণে রোগীরা পরামর্শ ও সেবার জন্য প্রাইভেট চেম্বার-নির্ভর হয়ে পড়েন। কিন্তু করোনা মহামারিতে অধিকাংশ চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। সরকারের নির্দেশনায় বেসরকারি ক্লিনিকগুলো কোভিড ও নন-কোভিড রোগীদের সেবা দেওয়া শুরু করলেও প্রাইভেট চেম্বারগুলো আজ পর্যন্ত খোলা হয়নি। ফলে প্রাইভেট চেম্বার-নির্ভর রোগীরা ভয়াবহ ভোগান্তির শিকার হচ্ছেন।’

ক্যাবের নেতারা বলেন, ‘চট্টগ্রাম শহরে ১ হাজার থেকে দেড় হাজার বিশেষজ্ঞ চিকিৎসক গড়ে ৩০ থেকে ৫০ জন রোগীর চিকিৎসা ও পরামর্শ দিতেন। আর দৈনিক ৩০-৩৫ হাজারেরও বেশি রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হতেন। কিন্তু করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বার বন্ধ করে দিয়েছেন। ফলে হাজার হাজার রোগী অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। নানাভাবে চেষ্টা করেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন বহু রোগী।’

 

ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়