ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মানিকগঞ্জে যমুনার পানি ২১ সেমি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানিকগঞ্জে যমুনার পানি ২১ সেমি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত

মানিকগঞ্জে যমুনা নদীর পানি ২১ সেন্টিমিটার বেড়েছে। এর প্রভাবে জেলার অন্য নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকায় প্লাবিত হয়েছে।  

যুমনার আরিচা পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে আগের ২৪ ঘণ্টায় যমুনায় ২১ সেন্টিমিটার পানি বাড়লেও তা বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনা ও পদ্মা নদী ছাড়াও জেলার গাজীখালী, ধলেশ্বরী, কালীগঙ্গাসহ অভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে মঙ্গলবারও সাতটি উপজেলার অনেক নতুন এলাকা প্লাবিত হয়েছে। 

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাজাহান আলী বিশ্বাস বলেন, জেলার সাত উপজেলায় ৪ হাজার ৪৬৭ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। 

সাটুরিয়া, শিবালয়, ঘিওর, দৌলতপুর এবং হরিরামপুর উপজেলার নদী তীববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি বাড়ায় দৌলতপুর, হরিরামপুর ও ঘিওর উপজেলার নদী ভাঙন দেখা দিয়েছে। সেখানে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় বলেন, আরিচা নৌ বন্দরে নদী ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে ১ কোটি ২০ লাখ টাকার জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। তার নির্বাচনী এলাকা দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে লিখিতভাবে বলা হয়েছে।

 

ফয়জী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়