ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রামেক হাসপাতালে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রামেক হাসপাতালে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে কামাল উদ্দিন আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

কামাল উদ্দিন আহমেদ নওগাঁর আত্রাই উপজেলার চাপড়া গ্রামের বাসিন্দা। রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মৃতের ছেলে মাসুক এ মোহাম্মদ জানান, তার বাবা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাই সোমবার তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর থাকায় তাকে করোনার সন্দেহভাজন রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে রাখা হয়। সেখানেই তিনি মারা গেছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, কামাল উদ্দিন আহমেদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে। আপাতত স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে।

 

 

রাজশাহী/তানজিমুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়