ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হকের মৃত্যুতে মন্ত্রী-সচিবের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হকের মৃত্যুতে মন্ত্রী-সচিবের শোক

বিসিএস লাইভস্টক ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগনির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. এমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

এমদাদুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদও।

মঙ্গলবার (১৪ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সচিব পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় মন্ত্রী ব‌লেন, ‘ডা. এমদাদুল হক একজন সৎ, বিনয়ী ও দক্ষ কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন। করোনা সংকটেও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি।  দেশের প্রাণিসম্পদখাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে’।

শোকবার্তায় সচিব ব‌লেন, ‘প্রাণিসম্পদখাতে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনকারী ডা. এমদাদুল হকের মৃত্যু অপূরণীয় ক্ষতি’।

ডা. এমদাদুল হক করোনা আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি ১৯৬৩ সালে সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।  তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

রাই‌জিং‌বি‌ডি/নঈমুদ্দীন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়