ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪০১ বাড়িতে এডিসের লার্ভা, সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৪০১ বাড়িতে এডিসের লার্ভা, সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ২য় পর্যায়ের মনিটরিং কার্যক্রম মঙ্গলবার (১৪ জুলাই) শেষ হয়েছে। গত ৪ জুলাই ‘মৌসুম-পূর্ব এডিস সার্ভে-২০২০’ এ কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) যৌথভাবে কার্যক্রম শুরু করে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান জানান, দশ দিনে উত্তর সিটি করপোরেশনের ৩৯ ওয়ার্ডের মোট ৩ হাজার ৭১৮ বাড়ি পরিদর্শন করা হয় এবং ৪০১ বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া যায়।

তিনি জানান, অভিযান পরিচালনার সময় এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতির ভিত্তিতে টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বমোট ১২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে।

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ১৬টি টিম ওই মনিটরিং কার্যক্রমে সিটি করপোরেশনের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেছে।


ঢাকা/সাওন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়