ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫ আগস্টের মধ্যে চসিকের ভোটগ্রহণ সম্ভব নয়: ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৫ আগস্টের মধ্যে চসিকের ভোটগ্রহণ সম্ভব নয়: ইসি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্ধারিত মেয়াদ ৫ আগস্টের মধ্যে ভোট আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর কারণে স্থগিত থাকা এ নির্বাচন মেয়াদ পূর্তির পর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৯ মার্চের নির্ধারিত চসিক নির্বাচন ২১ মার্চ তারিখে জারিকরা প্রজ্ঞাপনের মাধ্যমে স্থগিত করা হয়েছিল। করোনার প্রাদুর্ভাব অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি মেনে এবং অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসের আশঙ্কা বিবেচনায় চসিকের মেয়াদকালের মধ্যে অর্থাৎ ৫ আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না বলে কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। যার মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না।

গত ১৬ ফেব্রুয়ারি এ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি।


হাসিবুল/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়