ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

দেশে তৈরি সফটওয়্যার ব্যবহার হবে দাপ্তরিক কাজে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দেশে তৈরি সফটওয়্যার ব্যবহার হবে দাপ্তরিক কাজে

দেশে তৈরি সফটওয়্যার ব্যবহার করা হবে সরকারি দপ্তরে। সরকারি অফিসের সব কার্যক্রম অটোমেশন করার লক্ষে হাতে নেওয়া হয়েছে 'বাংলাদেশ ই-গভর্মেন্ট ইআরপি' প্রকল্প। এটি আইসিটি  বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে বাস্তবায়িত হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ‌'বাংলাদেশ ই-গভর্মেন্ট ইআরপি' প্রকল্পের বাস্তবায়ন বিষয়ক এক সভা জুম অনলাইনে অনুষ্ঠিত হয়। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতির বক্তব্যে এ তথ্য জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও প্রকল্প পরিচালকসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। সভায় প্রকল্প পরিচালক বিস্তারিত তুলে ধরেন।

ভার্চুয়াল এ সভায় জানানো হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ পরামর্শকদের সহায়তায় সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে। এছাড়া  প্রকল্প বাস্তবায়ন হলে সরকারি অফিস অটোমেশন ব্যয় সাশ্রয়ী হবে এবং অটোমেশনে কার্যকরী অবদান রাখবে।

প্রতিমন্ত্রী নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রকল্পের কাজ বাস্তবায়নের করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সরকারের বিভিন্ন অফিস অটোমেশনের জন্য প্রতিবছর বিদেশি সফটওয়্যার কাস্টোমাইজেশনের কারণে শত কোটি টাকার বেশি অর্থ ব্যয় হয়। তবুও দেখা যায়, বিদেশি সফটওয়্যার গুলোর সীমাবদ্ধতার কারণে সেগুলো সরকারি অফিসের সব কার্যক্রম অটোমেশন যথাযথভাবে করতে পারে না। সে কারণে আইসিটি বিভাগ প্রকল্পটি গ্রহণ করেছে।


ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়