ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরকারি অর্থে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২০, ১৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সরকারি অর্থে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি ব্যয় সংকোচন নীতির অংশ হিসাবে এবার সরকারি চাকরিজীবীদের ভ্রমণ ব্যয় কমানোর সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে রোববার (১৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-২ থেকে ২০২০-২০২১ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেট ভ্রমণ ব্যয় কমানো সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের অগ্রাধিকার খাতগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদেও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ২০২০-২০২১ অর্থবছরে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেট’ খাতে বরাদ্দ অর্থ ব্যয়ে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

যার মধ‌্যে রয়েছে, শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় বরাদ্দ করা অর্থ ব্যয় করা যাবে, সরকারি ভ্রমণের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দ অর্থেও ৫০ শতাংশ বরাদ্দ স্থগিত থাকবে, সব ধরনের রুটিন ভ্রমণ পরিহার করতে হবে।

এর আগে একই বিভাগ থেকে সরকারি ব্যয় কমাতে সব ধরনের যানবাহন ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


ঢাকা/হাসনাত/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়