ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মধ্যরাতে শেষ হচ্ছে ওয়ারী লকডাউন (ভিডিও)

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মধ্যরাতে শেষ হচ্ছে ওয়ারী লকডাউন (ভিডিও)

আজ (২৪ জুলাই) মধ্যরাতে শেষ হচ্ছে ওয়ারীতে ২১ দিনের লকডাউন।  সংশ্লিষ্টরা বলছেন, এ সময় এখানকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।  করোনার সংক্রমণ অনেক কেমে গেছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকায় প্রবেশের প্রধান ফটকের সামনে স্বেচ্ছাসেবী ও পুলিশ পাহারায় রয়েছেন। কেউ বের হতে চাইলে তাদের সঙ্গে কথা বলছিলেন তারা।

যোগীনগরের রাহেলা আক্তার নামে একজন নারী রাইজিংবিডিকে বলেন, বাজার করতে বের হওয়ার চেষ্টা করছি।  কিছু পণ্য বাসায় থেকে কেনা যাচ্ছে না।’

র‌্যাংকিন স্ট্রিটের বাসিন্দা নওয়াজ আহমেদ বলেন, ‘লকডাউনে অনেক সমস্যায় হলেও এটা ভালো। ’

স্বেচ্ছাসেবক মোহাম্মদ অভি তার অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে বলেন, ‘মানুষের অজুহাতের শেষ নেই।  ব্র্যান্ডের রুটি কিনতেই একজন চারবার বের হওয়ার চেষ্টা করেছেন।  তবে ঘরে থেকে করোনাভাইরাস প্রতিরোধ করা যায়—সে বিষয়ে সচেতন হয়েছেন বাসিন্দারা।  আজ রাত ১২ টার পর লকডাউন তুলে নেওয়ার কথা রয়েছে।’

স্থানীয় কাউন্সিলর সরোয়ার হাসান আলো বলেন, ‘লকডাউনে থাকা বাসিন্দাদের জন্য সব ধরনের সেবার ব্যবস্থা ছিল। আমরা লকডাউন সফলভাবে মোকাবিলা করছি।’

ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, ‘আমরা জনগণকে সচেনতা এবং লকডাউন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেছি।  এ কারণে ভাইরাসটির প্রার্দুভাব অনেকাংশে রোধ করা গেছে।’

প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে ২১ দিনের জন্য ওয়ারীতে ৪ জুলাই লকডাউন শুরু হয়।


 

 

মাকসুদ/সাইফ

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়