ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু

তাহের || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৫, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু

নিজস্ব প্রতিবেদক : ১৪৩৮ হিজরি সনের পবিত্র ‘জমাদিউল আউয়াল’ মাস আজ সোমবার থেকে শুরু হচ্ছে।

এটি তাৎপর্যপূর্ণ একটি মাস এবং আরবি বর্ষপঞ্জি বা হিজরি সনের পঞ্চম মাস।

আরবি অন্যান্য মাসের মতো এই মাসেরও রয়েছে কিছু তাৎপর্য। এই মাসের আমল হলো নফল নামাজ, নফল রোজা, দান-খয়রাত ইত্যাদি। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি পাঁচ ওয়াক্ত নফল নামাজ, তথা তাহাজ্জুদ, ইশরাক, চাশত, জাওয়াল ও আউয়াবিন নামাজ আদায় করা। কাজা রোজা থাকলে পুরা করা, মান্নত রোজা থাকলে তা আদায় করা।

মাসের ১ তারিখ, ১০ তারিখ, ২৯ ও ৩০ তারিখে রোজা রাখা এবং চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে ‘আইয়ামে বিজ’ বা শুভ্র সময়ের বাবা হজরত আদম (আ.)-এর সুন্নত রোজা করা। সপ্তাহে প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার নফল রোজা রাখা। বিশেষত ‘রজব’ মাসের প্রস্তুতি হিসেবে আরো বেশি নেক আমল এবং অধিক পরিমাণে নফল নামাজ ও নফল রোজা করার কথা রয়েছে।

জিকির-আজকার, দোয়া-কালাম, দরুদ ও সালাম, তাসবিহ-তাহলিল, তাওবা-ইস্তিগফার, খতম তিলাওয়াত, সদকা-খয়রাত ইত্যাদি আমলের মাধ্যমে মাস অতিবাহিত করলে নিশ্চিত এর বরকত, ফজিলত ও কল্যাণ লাভ হবে। অন্যথায় সময়ের অপচয়ের জন্য অনুতাপ ও অনুশোচনা করতে হবে।

এর আগে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় যে, ৩০ জানুয়ারি থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

প্রসঙ্গত, পবিত্র রবিউস সানি মাস গতকাল রোববার ৩০ দিন পূর্ণ হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/এসটি/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়