ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সাড়ে ১২ হাজার শ্রমিককে পুনর্বহালের দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাড়ে ১২ হাজার শ্রমিককে পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক : চাকরিচ্যুত প্রায় সাড়ে ১২ হাজার শ্রমিককে পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভীন,আলেয়া বেগম, রফিকুল ইসলাম রফিক, ফরিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনকে কেন্দ্র করে সাত হাজার ৪৫৮ জন শ্রমিকের নামে ৩৮ টি মামলা দায়ের করা হয়েছে। ১০৪ টি কারখানা থেকে চাকরিচ্যুত করা হয়েছে ১২ হাজার ৪৩৬ জনকে। গ্রেপ্তার ৭৫ শ্রমিক জামিন পেলেও প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হচ্ছেন তারা।

বক্তারা শ্রমিকদের নামে দায়ের করা মামলা  প্রত্যাহারের জন্য মালিক, বিজিএমইএ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ ব্যাপারে গ্লোবাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন, আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংশ্লিষ্ট সংগঠন, ক্রেতা ও ভোক্তাদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন তারা।


রাইজিংবিডি/ঢাকা/২৩ আগষ্ট ২০১৯/মামুন খান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়