ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘রাস্তা-ব্রিজ-ইমারত নির্মাণকে উন্নয়ন বলা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাস্তা-ব্রিজ-ইমারত নির্মাণকে উন্নয়ন বলা হচ্ছে’

শুধু রাস্তাঘাট, ইমারত, ব্রিজ নির্মাণকে উন্নয়ন বলা হচ্ছে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের (এনসিডিডব্লিউ) এর আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়ন, বিদ্যমান পরিস্থিতি ও করণীয় বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য ক‌রেন।

সুলতানা কামাল বলেন, ‘আমরা বলি দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। দেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কিন্তু এই উন্নয়নের সঙ্গে আমরা মানবিকতাটা‌কে কতটা এগিয়ে যেতে পেরেছি? উন্নয়নের সঙ্গে সভ্যতাকে কি তাল মিলিয়ে চলতে পারছি? আমার প্রশ্ন, উন্নয়ন বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি? আমরা প্রতিবন্ধীদের নিয়ে কতটা চিন্তা করি? আসলে আমরা শুধু রাস্তাঘাট, ইমারত, ব্রিজ নির্মাণকে উন্নয়ন বলি?’

দেশে দুর্নীতি প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, ‘যেখানে বালিশ কিনতে লাগে ১৪ হাজার টাকা, এর কভার কিনতে লাগে সাত হাজার টাকা। তার মানে আমরা দুর্নীতিতে প্রচন্ড উন্নয়ন করেছি। যদিও ক্যাসিনোর শুদ্ধি অভিযান চলছে তবে অন্যদিকে ক্ষমতার দাপটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিটিয়ে মেরে ফেলছি। মানুষদেরকে হয়রানি করছি। শেয়ার বাজার লুট করছি। এইগুলো নিয়ে আমরা কিন্তু কোন কথা বলছি না।’

প্রতিবন্ধীদের প্রতি সরকার আন্তরিক নয় মন্তব্য করে তিনি বলেন, ‘২০১৩ সালে প্রতিবন্ধীদের নিয়ে আইনটি পাশ হয়েছে। অথচ এটি বাস্তবায়িত হচ্ছে না। এর কারণ হলো প্রতিবন্ধীদের আমরা আন্তরিকতার সহকা‌রে দেখি না। আমরা যারা এখানে আছি তারা কি তাদের কথা মন দিয়ে শুনি? নাকি শুধু নিজে বলার জন্য উপস্থিত হয়ে থাকি?’

আন্তরিকভাবে প্রতিবন্ধীদের জন্য করা আইনের দ্রুত বাস্তবায়নের দাবি জানান সুলতানা কামাল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিডাব্লিউর সভাপতি নাসিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতা।



ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়