ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারত ভ্রমণকালে অসুস্থ হলে মেডিক্যাল ভিসা লাগবে না

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত ভ্রমণকালে অসুস্থ হলে মেডিক্যাল ভিসা লাগবে না

এখন থেকে কোনো বাংলাদেশি বৈধ ভিসায় ভারত ভ্রমণকালে অসুস্থ হলে সেখানকার হাসপাতালে ভর্তির জন্য প্রাথমিক ভিসাকে মেডিক‌্যাল ভিসায় রূপান্তর করার প্রয়োজন হবে না।

বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকিমশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো বিদেশি নাগরিক ভারতে প্রবেশের আগে থেকে আক্রান্ত যেকোনো রোগের (অঙ্গ প্রতিস্থাপন ছাড়া) ইনডোর মেডিক্যাল ট্রিটমেন্টও এখন থেকে প্রাথমিক ভিসার মাধ্যমেই করাতে পারবেন।

এর আগে, গত বছরের নভেম্বরে দেশটির সরকার ঘোষণা দিয়েছিল- বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসাতেও ভারতে চিকিৎসা করাতে পারবেন। এ ঘোষণার ফলে ভারতে চিকিৎসা-সংক্রান্ত কাজের জন‌্য মেডিক্যাল ভিসা না নিলেও চলবে। তবে যদি রোগী মনে করেন, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে, সার্জারি করাতে হবে কিংবা জীবনের ঝুঁকি আছে, তাহলে মেডিক্যাল ভিসা লাগবে।


ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়