ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশে আসছেন পাঁচ মার্কিন সিনেটর

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে আসছেন পাঁচ মার্কিন সিনেটর

বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য সিনেটের পাঁচ সদস্য। এ দেশে তারা এক সপ্তাহ অবস্থান করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।   

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত স্টেট সিনেটর লুইস সেপুলভেদার নেতৃত্বে বাংলাদেশে আসবেন জন ল্যু, জেমস স্কুফিস, লিরয় কমরি ও কেভিন এ পার্কার। প্রতিনিধিদলের সঙ্গে তাদের তিনজন স্টাফও থাকবেন।

জানা গেছে, সফরকালে স্টেট সিনেটররা বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথি হিসেবে জাতীয় সংসদ পরিদর্শন ও জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মতবিনিময় করার কথা রয়েছে।

এছাড়া, তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও পর্যটন জেলা কক্সবাজার ও সিলেটসহ বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

স্টেট সিনেটররা সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তাদের এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সুসম্পর্ককে আরো জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

প্রতিনিধিদলটি আগামী ২৬ অক্টোবর নিউইয়র্ক ফিরে যাবে বলে জানা গেছে।


ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়