RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৪ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২০ ১৪২৭ ||  ১৭ রবিউস সানি ১৪৪২

৪৪ বছরে নৌ দুর্ঘটনায় ৪৭১১ জনের মৃত্যু

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪৪ বছরে নৌ দুর্ঘটনায় ৪৭১১ জনের মৃত্যু

১৯৭৬ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৪৪ বছরে মোট ৬৫৭টি নৌ দুর্ঘটনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৪ হাজার ৭১১ জন। আহতের সংখ্যা ৫৩৯ এবং নিখোঁজের সংখ্যা ৪৮২ জন ।

বৃহষ্পতিবার জাতীয় সংসদে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহম্মুদ চৌধুরী এ তথ্য জানান।

খালিদ মাহম্মুদ চৌধুরী বলেন, ৬৫৭টি দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি যাত্রী মারা যায় ২০০৩ সালে।  এ বছর ৩১ টি দুর্ঘটনায় ৪৬৪ জন মারা যান।  এরপরে ১৯৮৬ সালে ১১টি দুর্ঘটনায় ৪২৬ জন এবং ২০০০ সালে ৯টি দুর্ঘটনায় ৩৫৩ জন মারা যান। ১৯৯৪ সালে ২৭টি দুর্ঘটনায় ৩০৩ জন এবং ২০০২ সালে ১৭টি দুর্ঘটনায় ২৯৭ জন মারা গেছেন।


ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়