RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

‘অভিযান চলছে, অব্যাহত থাকবে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অভিযান চলছে, অব্যাহত থাকবে’

ফাইল ফটো

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, অভিযান অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘পরিবারে যদি মাদকাসক্ত সন্তান থাকে তাহলে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। অনেক ভয়াবহ ঘটনা ঘটে। অনেক মাদকাসক্ত সন্তান  মা-বাবা কিংবা ভাইকে হত্যা করে। মাদকাসক্ত সন্তান শুধু একটা পরিবারকে ধ্বংস করে না, এরা দেশের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। সে কারণে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।’

তিনি আরো বলেন, ‘দারিদ্র্য বিমোচন করাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার শতকরা ২১ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এক সময় বাংলাদেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না। প্রতিটি মানুষের অন্তত তার মৌলিক চাহিদা দুবেলা খাবারের ব্যবস্থা, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা হবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।’


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়