ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্রিকেটাররা না পারলেও পেঁয়াজ পেরেছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রিকেটাররা না পারলেও পেঁয়াজ পেরেছে

বাংলাদেশের ক্রিকেটাররা সবাই মিলে গতকালের টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করতে না পারলেও ডাবল সেঞ্চুরি করেছে পেঁয়াজ। এমন ভাবেই মজার ছলে কথা বলছিলেন রাজধানীর রায়ের বাজারে পেঁয়াজ কিনতে আসা মোহাম্মদ আবদুল্লাহ।

অনেক দিন ধরেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কমছেই না। মাঝে মধ্যে ৫ বা ১০ টাকা কমলেও তা আবার দ্বিগুণ বেড়ে গেছে। তবে এইবার এক লাফে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। কোনো কোনো খুচরা বাজারে আবার দাম ২২০ টাকা পর্যন্ত উঠেছে।

পেঁয়াজ কিনতে আসা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘গত কয়েকমাস ধরেই পেঁয়াজের দাম বেড়েই চলছে। দাম যদি অতিশীঘ্রই কমানো না হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কাছে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘শুনেছি বিদেশ থেকে নাকি পেঁয়াজ আমদানি করা হয়েছে। তাহলে কেন এই দাম কমছে না? নিশ্চয়ই কোনো সিন্ডিকেট রয়েছে, যারা এই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করছে আর দাম বাড়াচ্ছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন খুব তাড়াতাড়ি পেঁয়াজের দাম ক্রেতাদের নিয়ন্ত্রণে আনা হয়।’

রাজধানীর ধানমণ্ডির বাসিন্দা নিশি ইসলাম বলেন, ‘গতকাল শুনেছি পেঁয়াজের দাম ২০০ টাকা হয়েছে৷ কিন্তু কী করবো বলেন, রান্নাতো করতে হবে। আর পেঁয়াজ ছাড়া রান্নাও সম্ভব না। তাই ২ কেজির জায়গায় ১ কেজি দিয়ে চালাতে হবে।’

গত সেপ্টেম্বরের শেষ থেকে অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত। বাংলাদেশ আমদানির ক্ষেত্রে ভারতের উপরই নির্ভরশীল। ফলে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে থাকে পেঁয়াজের দাম। তখন দুই দিনের মধ্যে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ১০০ টাকা ছাড়ায় দেশি পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজও বিক্রি হতে থাকে ১০০ টাকার কাছাকাছি দরে। তবে গত কয়েক দিন ধরে আবার লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের দাম।

রাজধানীর কাওরানবাজারে গিয়ে দাম কেন বেড়েছে জানতে চাইলে বিক্রেতা জানান, বাজারে ভারতীয় পেঁয়াজ নেই। দেশি পেঁয়াজের মজুতও প্রায় শেষ। তার ওপর ঘূর্ণিঝড়ে পেঁয়াজ পরিবহনে বিঘ্ন ঘটায় বাজারে সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে।

কাওরানবাজারের পাইকারি বিক্রেতা মো. হান্নান বলেন, ‘চাহিদার বিপরীতে যোগান একদম কম। দেশি পেঁয়াজ এখনো ওঠেনি। ভারতীয় পেঁয়াজের আমদানি নেই। তাই বাজারে পেঁয়াজের দাম এত বেশি। ’

 

ঢাকা/হাসিবুল/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়