ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উত্তরায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উত্তরার ১, ৩, ৫, ৬, ৭, ৯, ১৩, ও ১৫ নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান চালান।

তিনি জানান, এর আগেও এসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। সম্প্রতি এসব স্থান আবার দখল হয়ে যায়। এজন্য অভিযান চালানো হয়েছে।

জুলকার নায়ন আরো জানান, অভিযানকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে ৭ নম্বর সেক্টরের আরএমসি হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়