RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

শুক্রবার ঢাকায় আসছেন বান কি মুন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুক্রবার ঢাকায় আসছেন বান কি মুন

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেয়ার জন্য ঢাকায় আসছেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়দফা ঢাকায় আসছেন জাতিসংঘের এই সাবেক মহাসচিব।

সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের সাবেক মহাসচিব শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসবেন। শনিবার আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। এছাড়া ২০১১ সালে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়