ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেসরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষার ফি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বেসরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষার ফি নির্ধারণ

বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছি। করোনার পরীক্ষার ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আন্তঃবিভাগ ও বহির্বিভাগে নমুনা পরীক্ষায় লাগবে সাড়ে তিন হাজার টাকা। কোনো প্রতিষ্ঠান যদি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সেক্ষেত্রে তারা আরও এক হাজার টাকা নিতে পারবে।’

ঢাকা ও ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষার কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, ‘সর্বশেষ ঢাকার বাইরে যুক্ত হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর ঢাকার মধ্যে যুক্ত হয়েছে আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতাল ও বায়োমেড ডায়াগনেস্টিক সেন্টার।

গত ২৪ ঘণ্টায় ২২ জনসহ এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে।


ঢাকা/মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়