ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঈদের পর পদ্মা সেতুতে বসবে ৩০তম স্প্যান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের পর পদ্মা সেতুতে বসবে ৩০তম স্প্যান

ঈদুল ফিতরের পর পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২৬-২৭ নম্বর পিলারের ওপর বসানো হবে ৩০তম স্প্যান।

শনিবার (২৩ মে) বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম রাইজিংবিডিকে এই তথ্য জানান।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঈদের পরেই এই স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আগামী ৩০ তারিখে বসানোর পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্প্যানটির পেইন্টিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে কিছু কাজ এখনো বাকি আছে সেগুলো শেষ হলেই বসানো হবে।’

তিনি আরও বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে দেশের বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজ চলমান রেখেছি আমারা। এই পরিস্থিতিতে প্রকল্পের পরামর্শক, ঠিকাদার, দেশি-বিদেশি প্রকৌশলী, নির্মাণ শ্রমিকরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’

জানা গেছে, বর্তমানে পদ্মা সেতুতে ২৯টি স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৩৫০ মিটার।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

 

ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়