ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডাব-কাঁঠালের পিকআপে অস্ত্র-ইয়াবা : কারাগারে ৪

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডাব-কাঁঠালের পিকআপে অস্ত্র-ইয়াবা : কারাগারে ৪

রাজধানীর আদাবরে কক্সবাজার থেকে ডাব ও কাঁঠালের পিকআপভ্যান থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় চার মাদক কারবারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৩ মে) আদাবর থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে অস্ত্র ও মাদক মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- গাজীপুরের মো. ওসমান (৩৭), শাহজাহান সরকার (৩৬), সেলিম সরকার (৪৫) ও ময়মনসিংহের বাসিন্দা নুর ইসলাম (৩৫)।

ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর আদাবর থানার রিং রোড হক সাহেবের গ্যারেজের সামনে অভিযানে অস্ত্র-মাদকসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এসময় চার মাদক কারবারিকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আদাবর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।

র‌্যাব-২ জানায়, ডাব ও কাঁঠালভর্তি ওই পিকআপ ভ্যান সাদা কাগজে ‘জরুরি প্রাণী খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত’ স্টিকার সাঁটিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবার চালান গ্রহণ ও বহন করে ঢাকা ও গাজীপুরে সরবরাহ করে আসছিল চক্রটি।

 

ঢাকা/মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়