RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদুল ফিতর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (২৪ মে) ৩০ রমজান পূর্ণ এবং সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৩ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও কমিটির সহ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমানসহ কমিটির সদস্যসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দেশবাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে ধর্মসচিব নুরুল ইসলাম বলেন, ২৫ মে (সোমবার) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম পালন শেষে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের করোনা ও অন্যান্য মহামারি থেকে মুক্ত করেন।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে কিনা সারাদেশ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে খবর নেওয়া হয়। কিন্তু দেশের কোথাও চাঁদ উদিত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

নঈমুদ্দীন/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়