ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘সবার যা হবে, আমারও তাই হবে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘সবার যা হবে, আমারও তাই হবে’

ছবি : শাহীন ভূঁইয়া

‘বাসের ভাড়া অনেক বেশি, তাই লঞ্চে যাচ্ছি। লঞ্চে এসে দেখি, যে যেভাবে পারছেন সেভাবে বসছেন। আমি একা স্বাস্থ্যবিধি মেনে কী করব? কেউই তো মানছেন না। সবার যা হবে, আমারও তাই হবে।’

বুধবার (৩ জুন) রাজধানীর সদরঘাটে রাইজিংবিডির এ প্রতিবেদকে এসব কথা বলেন বরিশালগামী লঞ্চের যাত্রী রুমি আক্তার।

করোনা মহামারির কারণে দুই মাসের বেশি সময় ধরে লঞ্চ চলাচল বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মানা ও অর্ধেক যাত্রী নেওয়ার শর্তে গত ৩১ মে শুরু হয়েছে লঞ্চ চলাচল। শর্তগুলো পুরোপুরি মানা হচ্ছে না নৌযানগুলোতে। যাত্রীদের মধ‌্যেও অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না।

লঞ্চ চালু হওয়ার প্রথম দিন থেকেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া যাচ্ছে। আজ চতুর্থ দিনে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা আরো প্রকট আকার ধারণ করেছে।

বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে, লঞ্চগুলোতে গত তিন দিনের তুলনায় যাত্রীদের ভিড় বেশি। স্বাস্থ্যবিধি পরিপালন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হয়েছে বন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। যাত্রীদের সারিবদ্ধভাবে পন্টুনে ঢোকানো হলেও লঞ্চগুলোতে ছিল না সামাজিক দূরত্ব।

দেখা গেছে, অধিকাংশ যাত্রীই মুখে মাস্ক পরেছেন। কিন্তু লঞ্চের মধ্যে গিয়ে কেউ সামাজিক দূরত্ব মেনে বসছেন না। বিশেষ করে, ডেকে যে যেখানে পারছেন বিছানা পেতে বসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ বাড়তে থাকে এবং যাত্রীদেরকেও গাদাগাদি করে বসতে দেখা যায়।

মোহাম্মদ রাজিব হোসেন নামের এক যাত্রী বলেন, ‘করোনার কারণে ৩ মাস ধরে বাড়ি যেতে পারিনি। তাই আজ পরিবারের সবাইকে নিয়ে বরিশালে যাচ্ছি। দুই দিন আগে কেবিন ভাড়া করেছিলাম। একটু আগেই ঘাটে চলে এসেছি। কিন্তু এখানে এসে দেখি, কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। কে কার আগে যাবেন সে প্রতিযোগিতা করছেন সবাই।’

মর্নিং সান লঞ্চের সুপারভাইজার আবদুল জলিল মোল্লা বলেন, ‘লঞ্চে জীবাণুনাশক স্প্রে করছি। প্রতিদিন সকালে সদরঘাট বা হুলারহাটে যাত্রী নামানোর পর লঞ্চ ভালো করে ধুয়ে ফেলি। কেবিনের বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কাভার পর্যন্ত ধুই। যাত্রীদের হাতে দেওয়া হচ্ছে জীবাণুনাশক। মাস্কের ব্যবহার নিশ্চিত করে যাত্রীদের ওঠানো হচ্ছে। তবে অনেক যাত্রী স্বাস্থ্যবিধি মানতে চাইছেন না।’

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা লঞ্চ মালিকদের বলে দিয়েছি, তারা যেন যথাযথভাবে সকল শর্ত মেনে চলেন। আমি শুনেছি, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। অনেক লঞ্চ নাকি অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। আমি এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট লঞ্চ মালিকের সঙ্গে কথা বলব।’ 

বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) কাজী ওয়াকিল নওয়াজ বলেন, ‘সবার সুরক্ষার জন্য টার্মিনালে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের সচেতন করতে মাইকিংয়ের ব্যবস্থা করেছি।’


ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়