ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা জয় করলেন ৩৫ বিচারক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা জয় করলেন ৩৫ বিচারক

মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ৫১ জন বিচারক আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন ৩৫ জন। মারা গেছেন একজন। আর বাকিরা বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

রেজাউল করিম জানান, আইন ও বিচার বিভাগ থেকে পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী অধস্তন আদালতের ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫১ জন বিচারক ও ২১৭ জন কর্মচারী।

আক্রান্ত কর্মচারীদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন, মৃত্যুবরণ করেছেন একজন। বাকিরা হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন । নওগাঁ জেলা জজ আদালতের একজন কর্মচারী করোনা উপসর্গ নিয়ে মারা যান। তবে তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়