ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অনলাইনে পশু বেচাকেনার আহ্বান

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অনলাইনে পশু বেচাকেনার আহ্বান

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোরবানির পশু বেচাকেনার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (১৩ জুলাই) মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

এ বছর ভিন্ন প্রেক্ষাপটে ঈদুল আজহা উদযাপিত হবে, এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পশুর হাটে লোকসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এতে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। তাই অনলাইনে পশু বেচাকেনা করা উচিত।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠান এবং জেলা-উপজেলা প্রশাসনকে তাদের এলাকার বাস্তবতার আলোকে পশুর হাট ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে পশুর হাট স্বল্প পরিসরে বসবে।’


ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়